Print Date & Time : 29 August 2025 Friday 6:19 am

রামুতে হেডম্যানকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের দুর্গম এলাকা ব্যাঙডেবা গ্রামের হেডম্যান আলী আহমদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত হেডম্যান আলী আহমদ দীর্ঘদিন ধরে রামুর প্রত্যন্ত অঞ্চল ব্যাঙডেবায় বন রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করে আসছিলেন। বনখেকোদের আক্রমণেই হেডম্যান আলী আহমদ হত্যার শিকার হয়েছেন বলে মনে করেন স্থানীয়রা।

এদিকে আলী আহমদের হত্যাকাণ্ডের ঘটনা জানাজানি হলে জোয়ারিয়ানালায় উদ্বেগ দেখা গেছে। স্থানীয় গ্রামবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে রামু থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন,  একদল দুর্বৃত্ত আলী আহমদের ব্যাঙডেবার নিজ বাড়িতে গিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে অসংখ্য কোপের আঘাত পাওয়া গেছে। আসল ঘটনা উদ্ঘাটন ও আসামিদের ধরতে অভিযান চলছে।