Print Date & Time : 2 September 2025 Tuesday 11:37 am

রামেকের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জন মারা গেছেন। এদের মধ্যে দুইজনের জনের করোনা শনাক্ত ও বাকি দুইজন উপসর্গে আক্রান্ত ছিলেন।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে কভিড সংক্রমণে মারা যাওয়া দুজন রাজশাহী এবং নওগাঁ জেলার বাসিন্দা। এছাড়া উপসর্গে মারা যাওয়া দুজনই রাজশাহী শহরের বাসিন্দা। এ ছাড়া দেশে কভিডের নতুন ধরন ওমিক্রন সংক্রমণ ধরা পড়ার পর রামেক হাসপাতালে এক দিনে প্রাণহানির সর্বোচ্চ রেকর্ড এটি। হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে মারা গেছেন ৩ জন। এ ছাড়া আইসিইউতে মারা গেছেন আরেকজন।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন নারী এবং দুজন পুরুষ। বয়সভিত্তিক হিসাবে,  দুজনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া একজনের বয়স ৫১ থেকে ৬০ এবং আরেক জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।

এদিকে ১০৪ শয্যার রামেকের কভিড ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৫১ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪৯ জন। বর্তমানে রাজশাহীর ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৩ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ৩ জন, সিরাজগঞ্জের একজন, রাজবাড়ির একজন, ঝিনাইদহের একজন এবং মেহেরপুরের একজন রোগি হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে কভিড নিয়ে ভর্তি রয়েছেন ২৮ জন। কভিড উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০ জন। কভিড ধরা পড়েনি তবে ভর্তি ৩ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ জন রোগী।

গত শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে কভিডের নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ১২০ জনের কভিড ধরা পড়েছে। তারা প্রত্যেকই রাজশাহী জেলার বাসিন্দা। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৬৪ দশমিক ৫২ শতাংশ।