Print Date & Time : 14 August 2025 Thursday 11:27 pm

রায়পুরায় বিদ্যুৎ সংযোগের নামে অর্থ আদায়ের অভিযোগ

প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল চানপুর ইউনিয়নে বিদ্যুৎ সংযোগের নামে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। আর এ অভিযোগে গোয়েন্দা পুলিশ বাবুল মিয়া নামে এক ব্যক্তিকে গত ২৫ আক্টোবর গ্রেফতার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা রাফিউল করিম গতকাল মঙ্গলবার নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাবুলের সাত দিনের রিমান্ড আবেদন জানান। আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এলাকাবাসী জানান, বাবুল মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা চানপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার কথা বলে গ্রামের নিরীহ লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে অভিযোগ পেয়ে গত ২৫ অক্টোবর নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর রায়পুরা জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) হাবিবুর রহমান মামলা করেন। এই মামলায় আওয়ামী লীগ নেতা বাবুলকে গ্রেফতার করে নরসিংদী গোয়েন্দা পুলিশ।

রায়পুরা থানার ওসি মহসিনুল কাদির জানান, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের একটি প্রতারণা মামলায় বাবুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার বাবুল উপজেলার চানপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে ও চানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসাইন জানান, বাবুল আগে ঢাকায় থাকত, এখন গ্রামে থাকে। সে কিছুটা সন্ত্রাসী প্রকৃতির। এলাকার মানুষ তার বিষয়ে জানিয়েছেন, তার ব্যাপারে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা চলছে।