Print Date & Time : 30 July 2025 Wednesday 4:14 am

রায়পুরায় বেড়েছে গরু চুরি

প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর): রমজানের সময় থেকেই রায়পুরে বিভিন্ন ইউনিয়ন থেকে আসছে একের পর এক গরু চুরির খবর। সপ্তাহ দুই আগে রায়পুর উপজেলার দেবীপুর গ্রামের হারুনুর রশিদের খামার থেকে পিকআপ গাড়িতে করে চারটি গরু চুরির ঘটনা আলোড়ন তোলে উপজেলাজুড়ে। এরই মধ্যে গরু চুরি নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রায়পুর থানা পুলিশ, তবুও চোর শুনছে না আইনের বাণী।

সায়েস্তানগর গ্রামের খামারি সোহাগ হোসেন জানান, গ্রাম-মহল্লায় কিছুদিন ধরে ব্যাপক হারে গরু চুরি হচ্ছে। কোরবানি ঈদ সামনে রেখে চোরেরা প্রায় রাতেই কোনো না কোনো বাড়িতে হানা দিচ্ছে। আমরা সব সময়ই আতঙ্কে থাকিÑকখন জানি আমাদের শখের গরুটিও নিয়ে যায়।

গত দুই মাসে উপজেলার চরপাতা, দেবীপুর, কেরোয়া, বামনী, খাসেরহাটসহ বিভিন্ন ইউনিয়নে প্রায় অর্ধশত গরু চুরির ঘটনা ঘটেছে। গরু চুরি বেড়ে যাওয়ায় খামারি ও কৃষকেরা উদ্বেগের মধ্যে রয়েছেন। চুরি ঠেকাতে অনেক এলাকায় রাত জেগে খামার ও গোয়ালঘর পাহারা দেয়া হচ্ছে।

গত ৯ মে দিবাগত রাতে দেবীপুর গ্রামের হারুনুর রশিদের বাড়ি থেকে চারটি গরু চুরি হয়। চুরি হওয়া চারটি গরুর মূল্য প্রায় চার লাখ টাকা। একই গ্রামে দুই মাস

আগেই ফিরোজ হোসেন নামের এক খামারির এক লাখ ৫০ হাজার টাকার একটি গরু চুরি করে নিয়ে গেছে চোরচক্র।

এদিকে একই ঘটনা ঘটেছে উপজেলার বামনী গ্রামের ফরিদ হোসেন নামের এক কৃষকের বাড়িতে। সেখানে গরুর ঘর থেকে ১৬ মে ভোরবেলা দুটি গরু চুরি হয়। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া বলেন, গরুচোর ধরার ব্যাপারে রায়পুর থানা তৎপর রয়েছে। এরই মধ্যে আমাদের একটি বিশেষ দল কাজ

করছে। আশা করছি এখন থেকে গরু চুরির ঘটনা অনেকটাই কমে আসবে।