Print Date & Time : 30 August 2025 Saturday 4:07 am

রাশিয়াকে অস্ত্র দেওয়ায় জার্মান ব্যবসায়ী আটক

শেয়ার বিজ ডেস্ক: টানা দেড় বছর ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। এরইমধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির অভিযোগে জার্মানির একটি বিখ্যাত অস্ত্র প্রস্তুতকারক সংস্থার সাবেক প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। ফ্রান্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খবর: ডয়েচে ভেলে।

তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালে রাশিয়াকে স্নাইপার তৈরির সরঞ্জাম সরবরাহ করেছিলেন এই ব্যক্তি। জার্মান আদালত ওই ব্যক্তিকে পুলিশের হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। তবে অভিযুক্ত ওই ব্যক্তির সম্পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়নি।

জার্মান অ্যাটর্নি আদালতকে জানিয়েছেন, ২০১৫ সালে ওই ব্যক্তি রাশিয়ার কাছ থেকে চারটি স্নাইপার রাইফেল কিনেছিলেন। সেই রাইফেল পরীক্ষা করে ২০১৬ সালে তিনি রাশিয়াকে স্নাইপার তৈরির সরঞ্জাম বিক্রি করেন। মোট দুই মিলিয়ন ইউরোর সরঞ্জাম বিক্রি করেছিলেন তিনি।

২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া আক্রমণের পর জার্মানি রাশিয়ায় অস্ত্র বা অস্ত্র তৈরির সরঞ্জাম বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়। অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওই ব্যক্তি আলাদা শেল সংস্থা তৈরি করে রাশিয়াকে অস্ত্র বিক্রি করেছিলেন।

সম্প্রতি তার নামে ইউরোপে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তারপর ১০ আগস্ট ফ্রান্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপরই জার্মানি তাকে রিমান্ডে চায়। ২২ আগস্ট ফ্রান্সের হাত থেকে জার্মানি ওই ব্যক্তিকে নেয়। বৃহস্পতিবার তাকে প্রথম আদালতে পেশ করা হয়। আদালত জানিয়েছে, আপাতত তাকে পুলিশ হেফাজতে থাকতে হবে এবং তদন্তে সহায়তা করতে হবে।

বিশ্বে অস্ত্র বাণিজ্যে জার্মানির অবস্থান পঞ্চম। স্টকহম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) এর তথ্যানুযায়ী, এই তালিকার প্রথম চারে আছে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন।