Print Date & Time : 21 July 2025 Monday 5:01 am

রাশিয়ায় পানশালায় অগ্নিকাণ্ডে নিহত ১৫

শেয়ার বিজ ডেস্ক: রাশিয়ার কোসত্রোমা শহরের একটি পানশালায় বারে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর: তাস।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, জনপ্রিয় ওই পানশালার ডান্স ফ্লোরে মাতাল অবস্থায় এক ব্যক্তি ‘ফ্লেয়ার গান’ থেকে গুলি ছোড়ার পর আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ছবিতে দেখা যায়, পোলিজন নামের একতলা আগুনে পুরোপুরি পুড়ে গেছে।

কর্তৃপক্ষ বলেছে, স্থানীয় সময় রাত ২টায় বারটিতে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে সকাল সাড়ে ৭টায়।

কোসত্রোমার গভর্নর সের্গেই সিৎনিকোভ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। দেশটির ইমারজেন্সি সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, আগুনে দগ্ধ আরও দুজনের মরদেহ পাওয়া গেছে।

দেশটির আইনশৃঙ্খলা বাহিনীও জানিয়েছে, আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।

কর্তৃপক্ষ বলছে, মস্কো থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলের ওই শহরের পানশালায় অগ্নিকাণ্ডের পর ভবন থেকে প্রায় ২৫০ জনকে সরিয়ে নেয়া হয়েছে।