Print Date & Time : 16 September 2025 Tuesday 12:15 am

রাশিয়ার গ্যাস সরবরাহকারী পাইপলাইনে ছিদ্র

শেয়ার বিজ ডেস্ক: রাশিয়ার নর্ড স্ট্রিম-১ নামে প্রধান যে পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ করা হয়, সেখানে দুটি ছিদ্র ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার এ বিষয়ে সতর্ক করেছে সুইডেনের মেরিটাইম কর্তৃপক্ষ। খবর: রয়টার্স।

নর্ড স্ট্রিম-২ পাইপলাইনে ছিদ্র ধরা পড়ার অল্প সময়ের ব্যবধানে নর্ড স্ট্রিম-১-এর সুইডেন ও ডেনমার্ক অংশে ছিদ্র ধরা পড়ল। সুইডেনের অর্থনৈতিক অঞ্চলে একটি ও ডেনমার্কের অর্থনৈতিক অঞ্চলে একটি, অর্থাৎ নর্ড স্ট্রিম-১-এ মোট দুটি ছিদ্র ধরা পড়েছে। ছিদ্র দুটি কাছাকাছি অবস্থিত।

সুইডেনের মেরিটাইম প্রশাসনের (এসএমএ) এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। ওই মুখপাত্র জানান, ড্যানিশ দ্বীপ বর্নহোমের উত্তর-পূর্বাঞ্চলে গ্যাসের পাইপলাইনে ছিদ্র ধরা পড়েছে। তবে ঠিক কী কারণে ওই পাইপলাইনে ছিদ্র হয়েছে, তা পরিষ্কার নয়।

এসএমএ’র অপর এক মুখপাত্র বলেন, ঘটনাস্থলের কাছাকাছি যেন কোনো জাহাজ না আসতে পারে আমরা সে বিষয়ে নজর রাখছি।

রাশিয়া বলছে, নর্ড স্ট্রিম-১ দিয়ে পাঁচটি লাইন রয়েছে। এর একাধিক লাইনে সমস্যা দেখা দিয়েছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রমের একটি প্রকল্প নর্ড স্ট্রিম এজি পাইপলাইন। এই পাইপলাইনের মাধ্যমে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ করে রাশিয়া। পরে জার্মানির কাছ থেকে সেই গ্যাস ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে পাঠানো হয়। ২০০৫ সালের ৩০ নভেম্বর থেকে চালু হয় এই প্রকল্প।

বাল্টিক সাগরের নিচ থেকে জার্মানি পর্যন্ত রয়েছে নর্ড স্ট্রিম-১ পাইপলাইন। গত ১১ জুলাই থেকে ওই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। এরপর পাল্টা পদক্ষেপ হিসেবে ইউরোপে গ্যাসের সরবরাহ কমাতে থাকে রাশিয়া, যা প্রায় বন্ধ হওয়ার পথে। এতে চরম বিপাকে পড়েছে ইউরোপ।