শেয়ার বিজ ডেস্ক: রাশিয়ার বাজারে লেনদেনের হিসাবে ডলারকে হটিয়ে শীর্ষে উঠে এসেছে চীনের মুদ্রা ইউয়ান। খবর: দ্য স্ট্রেইটস টাইমস।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো নানা নিষেধাজ্ঞা আরোপ করে। পরিস্থিতি মোকাবিলায় অর্থনীতি সচল রাখতে মিত্রদেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়ায় রাশিয়া। চীন ও ভারত এ ক্ষেত্রে এগিয়ে। বিনিময়ের মাধ্যম হিসেবে নিজের মুদ্রাকে ব্যবহার করে চীন ও রাশিয়া। এর এক বছরের মধ্যে রাশিয়ার বাজারে ডলারকে পেছনে ফেলে চীনের মুদ্রা।
গত বছরের আগস্টের হিসাবে চীনের বাইরে চীনা মুদ্রা ইউয়ানের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন সম্পন্নের ক্ষেত্রে বিশ্বে তৃতীয় স্থানে ছিল রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে এমনটা হয়েছে। ইউয়ান ব্যবহারে রাশিয়ার আগে রয়েছে হংকং ও যুক্তরাজ্য।
মস্কোর হিসাবে, যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো চলতি বছরের ফেব্রুয়ারিতে মাসওয়ারি লেনদেনে ডলারের তুলনায় এগিয়ে ছিল ইউয়ান। গত মাসে ইউয়ানের সঙ্গে ডলারের এ ব্যবধান আরও স্পষ্ট হয়েছে। ইউক্রেনে আক্রমণের আগে, রাশিয়ার বাজারে ইউয়ান লেনদেনের পরিমাণ ছিল খুবই সামান্য। তবে আগের হিসাব ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে চীনের মুদ্রাটি।
পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কারণে চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও গভীর হয়েছে। পুনরায় নির্বাচিত হওয়ার পর গত মাসে মস্কোয় প্রথম বিদেশ সফরে যান চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। এ সফরে ক্রেমলিনের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ, বড় প্রকল্প এবং জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন তিনি।
বিশ্লেষকরা বলছেন, আর্থিক ব্যবস্থায় পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় ক্রেমলিন ও রুশ কোম্পানিগুলো আন্তর্জাতিক বাণিজ্যে ডলার ও ইউরোর পরিবর্তে ভিন্ন মুদ্রা বেছে নিতে বাধ্য হয়েছে। এ ক্ষেত্রে এমন দেশগুলোর মুদ্রা ব্যবহার করছে, যারা পশ্চিমাদের বিধিনিষেধে সমর্থন দেয়নি। তাই এ বছরের শুরুতে ডলারের পরিবর্তে চীনের সঙ্গে ইউয়ানে লেনদেন করে।