শেয়ার বিজ ডেস্ক: রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ভিটিবি ব্যাংকে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এটি দেশটির দ্বিতীয় বৃহত্তম ব্যাংক। খবর: রয়টার্স।
হ্যাকারদের আরও আক্রমণ প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা।
ভিটিবি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার কারণে নিজেদের মোবাইল ফোন অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারে গ্রাহকদের সমস্যা হতে পারে।
বিশ্লেষকদের ধারণা, ইউক্রেন যুদ্ধ কেন্দ্র করে এ সাইবার হামলার ঘটনা ঘটেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের দপ্তর ক্রেমলিনসহ ছয়টি ওয়েবসাইটে হামলা চালানো হয়। তখন হ্যাকাররা টিভি চ্যানেল হ্যাক করে সেখানে ইউক্রেনের গান বাজায়। রাশিয়ার বিভিন্ন সরকারি ওয়েবসাইট বেশ কয়েক ঘণ্টা অফলাইনে ছিল। ইউক্রেনে হামলার সময় থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, আন্তঃসম্পর্ক, মন্ত্রিপরিষদ ও নিরাপত্তা সেবার ওয়েবসাইটগুলো ডাউন হয়ে গেছে বলে দাবি করা হয়। গত মার্চেও ইউক্রেনে হামলা বন্ধে রাশিয়াকে বাধ্য করতে সাইবার হামলা চালানোর কথা স্বীকার করে ইউক্রেনের সাইবার গেরিলা ওয়ারফেয়ার গ্রুপ।