শেয়ার বিজ ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এক সপ্তাহের মধ্যে ইউক্রেনের ১০ লাখের বেশি মানুষ শরণার্থী হয়েছেন। এই মানুষরা ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোয় আশ্রয় নিয়েছেন। খবর: ডয়েচে ভেলে।
জাতিসংঘের বরাত দিয়ে ডয়েচে ভেলে জানায়, শুধু দেশ ছেড়ে পালিয়ে যাওয়াই নয়, যুদ্ধের কারণে ইউক্রেনের ভেতরে এক কোটি ২০ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছেন। এই মানুষদের ত্রাণ সহায়তা দরকার বলে জানায় জাতিসংঘ। সংস্থাটি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে প্রস্তুত রয়েছে। তবে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) হিসেবে নিজ দেশে উদ্বাস্তু হয়েছে এক কোটি ৮০ লাখ মানুষ।
ইউক্রেনে নয় দিন ধরে যুদ্ধ চলছে। দেশটির বিভিন্ন এলাকায় লড়াই চলছে। যুদ্ধ থেকে বাঁচতে পালিয়ে যাওয়া মানুষের বেশিরভাগ আশ্রয় নিচ্ছেন পোল্যান্ড, রোমানিয়া, সেøাভাকিয়া, হাঙ্গেরি ও মলদোভায়। অনেকে বেলারুশ ও রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। এর মধ্যে পোল্যান্ডে ৫ লাখ ৫৫ হাজার ৮২, হাঙ্গেরিতে এক লাখ ৩৯ হাজার ৬৮৬, মলদোভায় ৯৭ হাজার ৮২৭, সেøাভাকিয়ায় ৭২ হাজার ২০০, রোমানিয়ায় ৫১ হাজার ২৬১, রাশিয়ায় ৪৭ হাজার ৮০০ ও বেলারুশে ৩৫৭ জন আশ্রয় নিয়েছেন।
জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করে জানায়, গত এক দশকের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি। কেননা মাত্র সপ্তাহখানেকের মধ্যে প্রায় ১০ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছেন। অথচ সিরিয়া ও আফগানিস্তানসহ কয়েকটি দেশের যুদ্ধের কারণে সম্মিলিতভাবে ২০১৫ সালে শরণার্থী সংকটের সময় ১৩ লাখ মানুষ শরণার্থী হয়েছিলেন।
রুশ হামলায় ইতোমধ্যে ইউক্রেনে দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে। তাদের মতে, দেশজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও গোলা হামলায় চারশর বেশি জায়গায় আগুন লেগেছে আর ৪১৬টি বিস্ফোরক নিষ্ক্রিদ্ধয় করা হয়েছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, হামলার শুরুর পর এ পর্যন্ত প্রায় ছয় হাজার রুশ সেনা নিহত হয়েছেন। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নাকচ করে জানায়, এ পর্যন্ত ৪৯৮ জন রুশ সেনা নিহত হয়েছেন।