Print Date & Time : 13 August 2025 Wednesday 9:07 pm

রাশিয়া ছাড়ছে ডমিনোজ

শেয়ার বিজ ডেস্ক: রাশিয়া, তুরস্ক, আজারবাইজান ও জর্জিয়ার ডমিনোজ পিৎজা ব্র্যান্ডের অপারেটর তাদের রাশিয়ান বিজনেস ইউনিটের জন্য দেউলিয়া ঘোষণার আবেদন করতে যাচ্ছে। অর্থাৎ রাশিয়া ছাড়ছে ডমিনোজ। খবর: আরটি।

প্রতিষ্ঠানটি জানায়, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞায় থাকা দেশটি থেকে সব শাখা বন্ধ করে তারা বেরিয়ে যাবে।

ব্যবসায়িক ক্ষতির কারণে গত ডিসেম্বরে বহুজাতিক কোম্পানিটি জানায়, তারা রাশিয়ায় ব্যবসা পরিচালনার জন্য নানা বিকল্প বিবেচনা করছে।

ইউক্রেন-সম্পর্কিত পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে অন্য অনেক আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানের মতো তারাও এখন রাশিয়া থেকে সরে আসতে চাইছে।

ডমিনোজের রাশিয়ান ইউনিট ডিপিরাশিয়া নামে পরিচিত। এটি দেশটির তৃতীয় বৃহত্তম পিৎজা ডেলিভারি প্রতিষ্ঠান। পুরো দেশজুড়ে ডমিনোজের ১৪২টি আউটলেট রয়েছে।

ডিপিরাশিয়ার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বেশ কয়েকবার আমাদের ব্যবসায়িক গতি পরিবর্তন করা হয়েছে। তবে ডিপিরাশিয়া এই মুহূর্তে সব আউটলেট বন্ধ করতে বাধ্য হচ্ছে। রাশিয়ায় আমাদের প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, রাশিয়ান ইউনিটের ৫২০ মিলিয়ন রুবেল বা ৫ দশমিক ৫৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ রয়েছে। এই ঋণ ডিপি ইউরেশিয়ার তুরস্কের সংস্থার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। ঋণ নিষ্পত্তির পর প্রতিষ্ঠানটির কাছে নগদ ১৬২ মিলিয়ন লিরা বা ৫ দশমিক ৯ মিলিয়ন ডলার রয়েছে।

এর আগে ম্যাকডোনাল্ডসের মতো জনপ্রিয় করপোরেট ফুড জায়ান্টও রাশিয়া থেকে বেরিয়ে গেছে। অবশ্য রাশিয়ার সহায়ক সংস্থাগুলো তাদের জন্য আবার শেয়ার কেনার অধিকার পেয়েছিল।

মস্কো বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রস্থান, কিংবা ফের প্রত্যাবর্তনের প্রক্রিয়ায় গত ডিসেম্বর থেকে বিধিনিষেধ আরোপ করে আরও জটিল করে তুলেছে।

জনপ্রিয় প্রতিষ্ঠানগুলো রাশিয়া থেকে বেরিয়ে যেতে চাইলে তাদের মোট দামের ৫০ শতাংশ ছাড়ে কোনো রাশিয়ান ক্রেতার কাছে বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে লেনদেনের ১০ শতাংশ এক্সিট ফি হিসেবে জমা দিতে হবে।