Print Date & Time : 29 August 2025 Friday 6:05 pm

রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে চায় সরকার : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সংকট নিরসনে সরকার রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী মো. আবদুল মান্নান। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। 

বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারলে আমরা কেন পারব না। আমরাও রাশিয়া থেকে তেল আনতে পারব। তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষের কষ্ট হচ্ছে। আর এ মূল্যস্ফীতির জন্য জ্বালানি তেল দায়ী।

বৈঠকে প্রধানমন্ত্রী জ্বালানি তেল কেনার বিষয়ে নানা ধরনের পথ খুঁজতে বলেছেন। প্রয়োজন হলে রুশ মুদ্রা রুবলে জ্বালানি তেল কেনার বিষয়টিও প্রধানমন্ত্রী ভেবে দেখতে বলেছেন বলে জানান মন্ত্রী।