শেয়ার বিজ ডেস্ক: রাশিয়া ও চীনা বিমানের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে সিউল। রাশিয়ার একটি সামরিক বিমান লক্ষ্য করে গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরীয় বিমান থেকে কয়েকশ রাউন্ড সতর্কতামূলক গুলিও ছোড়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে রাশিয়া বলছে, দেশটির বৈমানিকরা বেপরোয়া আচরণ করছে। আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে চীনও।
দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সিউলে বলেন, প্রথমবারের মতো একটি রুশ সামরিক বিমান দক্ষিণ কোরীয় আকাশসীমা লঙ্ঘন করেছে। গত মঙ্গলবার মন্ত্রণালয় দাবি করে, এদিন সকালে দুটি রুশ ও দুটি চীনা বোমারু বিমান একসঙ্গে কোরিয়া এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে। আবার সকাল ৯টার পরপর আলাদা একটি রুশ বিমান ডোকডো দ্বীপের ওপর দিয়ে দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় প্রবেশ করে। ডোকডো দ্বীপটি দক্ষিণ কোরিয়ার নিয়ন্ত্রণাধীন। তবে জাপানও এর মালিকানা দাবি করে থাকে এবং একে ডাকে তাকেশিমা নামে।
