Print Date & Time : 4 August 2025 Monday 12:58 pm

রাষ্ট্রপতির ভাষণে গুরুত্ব পাচ্ছে ১০ বিষয়

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০২১ সালে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দেবেন। রাষ্ট্রপতির দেয়া সেই ভাষণে ১০টি বিষয় গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি তার ভাষণে যেসব বিষয়কে গুরুত্ব দিয়েছেন সেগুলোর মধ্যে দেশের সার্বিক পরিস্থিতি ও সামষ্টিক অর্থনৈতিক চিত্র, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গৃহীত পদক্ষেপ ও সাফল্য এবং রূপকল্প-২০২১ বাস্তবায়নে গৃহীত কর্মসূচির বিশদ বর্ণনা রয়েছে।

গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

দেশের রীতি অনুযায়ী, রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশন ও প্রতি বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেন। সেই প্রথা অনুযায়ী ২০২১ সালের প্রথম অধিবেশনেও ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ২০২১ সালে জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসছে, তা এখনও চূড়ান্ত করেননি রাষ্ট্রপতি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, রাষ্ট্রপতির ভাষণে গুরুত্ব পাওয়া ১০ বিষয় হলো ১. দেশের সার্বিক পরিস্থিতি ও সামষ্টিক অর্থনৈতিক চিত্র। ২. দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গৃহীত পদক্ষেপ ও সাফল্য। ৩. রূপকল্প-২০২১ বাস্তবায়নে গৃহীত কর্মসূচি এবং রূপকল্প-২০৪১ প্রণয়ন। ৪. দেশে-বিদেশে কর্মসংস্থান। ৫. ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন। ৬. সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রসার। ৭. যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়ার অগ্রগতি। ৮. বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অর্জিত সাফল্য। ৯. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জš§শতবার্ষিকী উদ্যাপন ও এজন্য গৃহীত কর্মসূচি এবং প্রশাসনিক নীতি-কৌশল উন্নয়ন দর্শন এবং ১০. অগ্রযাত্রার দিকনির্দেশনা।