Print Date & Time : 14 September 2025 Sunday 7:17 pm

রাষ্ট্র প্রতিবন্ধী হয়ে গেছে: ডা. জাফরুল্লাহ চৌধুরী

 নিজস্ব প্রতিবেদক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজকের সমস্যা ব্যক্তির প্রতিবন্ধিতা নয়, মূল প্রতিবন্ধী রাষ্ট্র। আমাদের রাষ্ট্র প্রতিবন্ধী হয়ে গেছে। আজকে সরকারপ্রধান বলছেন, আপনারা আন্দোলন করেন, আন্দোলন শেষে আপনারা আসেন; আমি আপনাদের চা খাওয়াব। সেখানে আন্দোলনে মাত্র রাস্তায় নেমেছে। পুলিশ গুলি করে দিল। এটা কখনও কোনো সুস্থ লোকের কাজ হতে পারে না।

গতকাল বুধবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আর্থ-সামাজিক ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবীদের কাজের যথাযথ সামাজিক মূল্যায়নের মাধ্যমে ভবিষ্যৎ স্বেচ্ছাসেবীদের অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে এইচআরএ ফাউন্ডেশন, ইউকে’র পক্ষ থেকে ‘স্বেচ্ছাসেবী সম্মাননা পুরস্কার’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রতিবন্ধিতা নিয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশে এইচআরএ ফাউন্ডেশন,  গণস্বাস্থ্য কেন্দ্র, ডান সামথিং ফাউন্ডেশন এবং সিআরপি’র সার্বিক সহযোগিতায়  ‘ডিস্যাবল লাইভন মেটার (ডিএলএম)-এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সঙ্গে ৩৯  স্বেচ্ছাসেবী ও সংগঠনকে সম্মাননা পুরস্কার দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, কার্ল মার্ক্সের একটা উদ্ধৃতি নিয়ে একসময় প্রাবন্ধিক ফরহাদ মজহার একটা পোস্টার বানিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘সব ভালো কথা বলা হয়ে গেছে। সেটাকে কাজে পরিণত করতে হবে।’ আজকে কিছু লোক কষ্টে থাকবে, আর আমরা অতি সুখে থাকব, সেটা হতে পারে না। সেটা আমার অজান্তে আমাকে ব্যথা দেবে।

বিশেষ অতিথির বক্তব্যে ফরহাদ মজহার বলেন, বাংলাদেশে অটিস্টিক শিশুর প্রধান কারণ হলো সয়াবিন তেল ও খাদ্য। সার-কীটনাশক দ্বারা উৎপাদিত খাদ্য বন্ধ করা গেলে সত্যিকার ভালো খাদ্য তৈরি করা যায়। বহু অসুখ, বিশেষ করে যে খাদ্যগুলো প্রতিবন্ধী হতে সহায়ক। সেগুলোর উৎপাদন ও বিপণন কমাতে পারলে প্রতিবন্ধিতাও কমে আসবে।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বলেন, যে ইবরাহিম ২১ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছিল, তার স্বপ্নটা হলো এ দেশ কল্যাণ রাষ্ট্র হবে। এখানে কারও দয়ার ওপরে একজন শারীরিক বা মানসিক প্রতিবন্ধীর নির্ভর করতে হবে না। রাষ্ট্র যেন তার দায়িত্বটা নিতে পারে।