Print Date & Time : 4 August 2025 Monday 3:45 pm

রাসায়নিক পণ্যের কনটেইনারে বেনারসি-লেহেঙ্গা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে এক কনটেইনার ভারতীয় শাড়ি জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। রাসায়নিক পণ্যের ঘোষণার আড়ালে এ শাড়ি এনেছে ফেনীর আজিজ এন্টারপ্রাইজ। গত সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাসায়নিক পণ্য সোডা অ্যাশের চেয়ে শাড়িতে শুল্ককর বেশি। শুল্ককর ফাঁকি দিতে আমদানিকারক মিথ্যা ঘোষণা দেন। চালানটি জব্দ করে এক কোটি ৪০ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা ব্যর্থ করে দেন কাস্টমস কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দ করা চালানটিতে ১২ হাজার ৫৫০টি বেনারসি শাড়ি, এক হাজার ১৩৯টি জর্জেট শাড়ি ও ৪০৩টি লেহেঙ্গা পাওয়া গেছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।