Print Date & Time : 29 July 2025 Tuesday 10:11 pm

রাসিকের বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় স্থগিতের নির্দেশ হাইকোর্টের

 

 

রাজশাহী প্রতিনিধি:রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বর্ধিত হোল্ডিং ট্যাক্স ছয় মাসের জন্য স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের ৬ নম্বর দ্বৈত ডিভিশন বেঞ্চের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদুল্লাহ এই স্থগিতাদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী পক্ষের অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।

অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম জানান, রাজশাহী সিটি করপোরেশনের অস্বাভাবিক হারে হোল্ডিং টাক্স বৃদ্ধির বিরুদ্ধে রাজশাহীর মানুষ আন্দোলনে নামে। হরতাল, সভা, সমাবেশ, মানববন্ধন এমনকি অনশন কর্মসূচি পালন করে। এদিকে অ্যাডভোকেট আলী আকবর প্রামাণিক, অ্যাডভোকেট শামীম আরা বিল্লাহ, রাজশাহী মেস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আতিউর রহমান ও ব্যবসায়ী আবদুল কাদের মৃধা তার মাধ্যমে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। গত বছরের এক নভেম্বর একই বেঞ্চ দুই সপ্তাহের মধ্যে বর্ধিত হোল্ডিং টাক্স বৃদ্ধি কেন বাতিল করা হবে না মর্মে  মেসেঞ্জারের মাধ্যমে জবাব দেওয়ার নির্দেশ দেন। মঙ্গলবার হাইকোর্টের একই বেঞ্চের দুই বিচারপতি এই স্থগিতাদেশ দেন। এ আদেশের পর রাজশাহী সিটি করপোরেশন জনসাধারণের কাছ থেকে আর অতিরিক্ত ট্যাক্স নিতে পারবে না।