Print Date & Time : 2 September 2025 Tuesday 3:00 am

‘রাস্তায় সমাবেশের অনুমতি পাবে না বিএনপি’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাস্তায় সমাবেশ করার অনুমতি পাবে না বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যান নাকি নয়াপল্টন, বিএনপিকে কোথায় সমাবেশ করতে দেওয়া হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় বিএনপি সমাবেশের আয়োজন ও বিএনপির পক্ষ থেকে অনুমতি চাওয়ার বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘মাঠ ছাড়া রাস্তা-ঘাটে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। তবে সোহরাওয়ার্দী উদ্যান বাদে অন্য কোনো স্থানের নাম প্রস্তাব এখনো করেনি বিএনপি।’

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে এ বিষয়ে আলোচনা করার জন্য ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করে বিএনপির একটি প্রতিনিধি দল। আলোচনা শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ সাংবাদিকদের জানান, আমরা শুরু থেকেই বলছি নয়াপল্টনে সমাবেশ করব। পুলিশের সঙ্গে এ নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ এর মধ্যে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়ে চিঠি দিয়েছে। এই বিষয়েই আলোচনা করার জন্য এসেছিলাম।