Print Date & Time : 11 September 2025 Thursday 6:05 pm

রাহাত টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারের ১১ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরের ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ করছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেইনেন্স) লে. কর্নেল জিল্লুর রহমান জানান, দেড় ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ভবনের যমুনা টিভির ফ্লোরে আগুন লাগে। তবে সেখানে ছাড়া অন্য কোথাও আগুন ছড়াতে পারেনি। আগুনের ক্ষয়ক্ষতি জানতে ফায়ার সার্ভিস কাজ করছে।