Print Date & Time : 6 July 2025 Sunday 4:45 pm

রাহুলসহ আটক ভারতের শীর্ষ কংগ্রেস নেতারা

শেয়ার বিজ ডেস্ক: দিল্লির রাজপথে আটক করা হলো ভারতের সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দফায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এরই প্রতিবাদে আবার সরব হয়েছেন কংগ্রেস নেতারা। খবর: আনন্দবাজার।

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদে বিজয় চকে বিক্ষোভ করছিলেন রাহুলসহ কংগ্রেসের শীর্ষনেতারা। রাস্তায় বসে বিক্ষোভ দেখান রাহুল। এ সময় পুলিশ তাকে ঘিরে ছিল। প্রায় আধা ঘণ্টা ধরে অচলাবস্থা চলার পর কংগ্রেসের এই সংসদ সদস্যকে তুলে নিয়ে যায় পুলিশ। আটক হওয়ার আগে রাহুল বলেন, ভারত পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে, মোদি রাজা।

আটক করা হয়েছে কেসি বেণুগোপাল, অধীর চৌধুরীসহ কংগ্রেসের একাধিক শীর্ষনেতাকে। মধ্য দিল্লিতে দলের সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেন কংগ্রেস কর্মীরা। রাহুলের আগে ঘটনাস্থলে থাকা দলটির এই সংসদ সদস্যদের আটক করে একটি বাসে তুলেছিল পুলিশ, রাহুলকেও তাদের সঙ্গে রাখা হয়।

দলীয় বিক্ষোভে রাহুল গান্ধীই নেতৃত্ব দিচ্ছিলেন। তাকে আটকের আগে অন্যদের আটক করে পুলিশ। পরে তাকেও আটক করা হবে কি না, তা নিয়ে আলোচনার পর বিক্ষোভস্থলে প্রায় নিঃসঙ্গ হয়ে পড়া রাহুলকে আটক করে দিল্লি পুলিশ।

উল্লেখ্য, এর আগেও সোনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদে দিল্লির পথে নেমে বিক্ষোভ করতে দেখা গিয়েছিল কংগ্রেস নেতাদের। সোনিয়া গান্ধীর সঙ্গে তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও ওই তদন্ত সংস্থার কার্যালয়ে গেছেন। পার্লামেন্ট এলাকায় বিক্ষোভে অংশ নেয়ার আগে রাহুল গান্ধীও সেখানে গিয়েছিলেন।

রাহুলকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদেও বিক্ষোভ করেছিলেন কংগ্রেস নেতারা।

কংগ্রেস নেতারা জানান, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পণ্য ও সেবা করসহ নানা ইস্যুতে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ করেছেন তারা। পার্লামেন্টে বিরোধী দলের সদস্যদের ‘কণ্ঠরোধের’ প্রতিবাদের বিক্ষোভ করছেন কংগ্রেস সংসদ সদস্যরা। পুরো বর্ষা মৌসুমের জন্য দলের চার সংসদ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করার এক দিন পর বিক্ষোভ শুরু করেন তারা।