রাহুল গান্ধীর সাজা স্থগিত

শেয়ার বিজ ডেস্ক : মানহানির মামলায় ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে ১৩ এপ্রিল পর্যন্ত জামিন দিয়েছেন গুজরাটের আদালত। একই সঙ্গে আদালত তার দুই বছরের সাজাও স্থগিত করেছেন। এ সাজার বিরুদ্ধে করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজার রায় স্থগিত থাকবে। সোমবার দুপুরে গুজরাটের সুরাটের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট এ আদেশ দেন।

২০১৯ সালের একটি নির্বাচনি সমাবেশে নরেন্দ্র মোদিকে নিয়ে তির্যক মন্তব্য করায় গুজরাট রাজ্যের একটি আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেয়। পরবর্তিতে তাকে বিধায়ক হিসেবেও অযোগ্য ঘোষণা করা হয়।

বিরোধী নেতারা শাসক ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুললেও বিজেপি তা অস্বীকার করে জানায়, মামলায় যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

সাজা স্থগিত হওয়ায় রাহুলের জাতীয় নির্বাচনে অংশ নেয়ার পথ আবারও সুগম হলো বলেই মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, সোমবার বিকালে বোন প্রিয়াঙ্কা গান্ধী ও অন্যান্য শীর্ষ কংগ্রেস নেতাদের সঙ্গে নিয়ে সুরাত শহরের আদালতে হাজির হন রাহুল। তার আসাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ভিড় জমায় কংগ্রেস নেতা-কর্মীরা। তাদের অনেকের হাতে ও টি-শার্টে ‘গণতন্ত্র বাঁচাও’ লেখা। সূত্র: বিবিসি, এনডিটিভি