Print Date & Time : 8 July 2025 Tuesday 5:48 pm

রায়পুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে রায়পুরের পৃথকস্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার সোনাপুর গ্রামের আলমগীরের ছেলে আড়াই বছরের আয়ান এবং চরআবাবিল ইউনিয়নের কৃষক রেজাউলের দুই বছরের মেয়ে মারিয়া পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

নিহত আয়ানের বাবা আলমগীর হোসেন জানান, সকালে নিজ বাড়ির উঠানে খেলছিলো আয়ান। এ সময় পরিবারের লোকজন বাড়ির পাশে পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। সকলের অগোচরে আয়ান উঠানের পাশের পুকুরে খেলা করতে যায়। কিছু সময় পর তার দেহ ভেসে ওঠে। পরে তার নিথর দেহ উদ্ধার করে রায়পুর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মারিয়া আক্তারের বাবা রেজাউল জানান, সকালে কৃষিকাজে বাড়ির বাহিরে যান তিনি। এসময় তার স্ত্রী ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তার পাশেই খেলা করছিল শিশু মারিয়া। পরে ঘরে ও উঠানে মারিয়াকে না দেখে শুরু হয় খোঁজাখুঁজি। কিছুক্ষণ পর তাকে উঠানের পাশের পুকুরে ভাসতে দেখেন স্বজনরা। পরে তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দুইটি মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।