Print Date & Time : 29 July 2025 Tuesday 10:08 pm

রিং শাইন টেক্সটাইলের ঘোষিত লভ্যাংশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইলস লিমিটেড ২০১৯-২০ হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশ প্রত্যাহার করে নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, চলতি বছরের ২০ জুন অনুষ্ঠিত হওয়া রিং শাইন টেক্সটাইলসের ২৩তম এজিএমে কোম্পানিটির ২০১৯-২০ হিসাব বছরের পুনর্মূল্যায়িত সম্পদ ও দায়ের বিষয়টি অনুমোদন হয়। পুনর্মূল্যায়িত হিসাবে কোম্পানিটির সম্পদ ও দায়ের পরিমাণ পরিবর্তন করা হয়েছে এবং দেখা যায়, কোম্পানিটি লোকসান করেছে। এ কারণে কোম্পানিটির পর্ষদ আলোচ্য হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ প্রদান না করার সিদ্ধান্ত নেয়। ফলে এর আগে ২০১৯-২০ হিসাববছরের জন্য ঘোষিত এক শতাংশ নগদ ও এক শতাংশ স্টক লভ্যাংশ এজিএমে অনুমোদন হয়নি এবং এটি প্রত্যাহার করে নেয়া হয়েছে, যা কিনা গত ২০ জুন অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীরা এ বিষয়ে অনুমোদন দিয়েছে।

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি। ৫৪০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪৯৫ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকা। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে কোম্পানির মোট ৪৯ কোটি ৫৯ লাখ ৬২ হাজার ৪৯৫টি শেয়ার রয়েছে। এর মধ্যে ২১ দশমিক ৩২ শতাংশ উদ্যোক্তা বা পরিচালকদের কাছে, ১১ দশমিক ০৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, ৬ দশমিক ৭৯ শতাংশ বিদেশি এবং ৬০ দশমিক ৮২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।