Print Date & Time : 8 August 2025 Friday 5:30 am

রিজভী-জসীম আইসিএবির ডিআরসির চেয়ারম্যান সেক্রেটারি নির্বাচিত

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ঢাকা রিজিওনাল কমিটির (ডিআরসি) চেয়ারম্যান এবং সদস্য সচিব (সেক্রেটারি) নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. আলী আখতার রিজভী এফসিএ ও মো. জসীম উদ্দিন এফসিএ। গত শনিবার সন্ধ্যায় ঢাকার সিএস ভবনে অনুষ্ঠিত ডিআরসির বার্ষিক সাধারণ সভায় তাদের এক বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়। ২০১৮ সালের পয়লা জানুয়ারি (আজ) থেকে এ নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন।

নবনির্বাচিত চেয়ারম্যান হাওলাদার ইউনুস অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পরিচালক হিসেবে কর্মরত। তিনি বিগত কয়েক বছর ধরে আইসিএবির বিভিন্ন স্ট্যান্ডিং ও একাডেমিক কমিটির দায়িত্ব পালন করে আসছেন। আর নতুন সদস্য সচিব এ কাশেম অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস থেকে ২০০৮ সালে সিএ পাস করেন এবং পরবর্তীকালে ২০১৪ সালে ফেলো সদস্য হিসেবে উন্নীত হন। বর্তমানে তিনি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে কর্মরত। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। বিজ্ঞপ্তি