শেয়ার বিজ: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভা ( ইজিএম) এবং বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও ভেন্যু নির্ধারণ করেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ইজিএম ও সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর এস এস খালেদ রোড়ের রিমা কনভেনশন সেন্টারে (আশকর দিঘির উত্তর-পূর্ব পার্শ্বে) এজিএম অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এর আগে পরিচালনা পর্ষদ সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত সময়ে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে রিজেন্ট টেক্সটাইল।