Print Date & Time : 18 August 2025 Monday 10:19 pm

রিমান্ড শেষে কারাগারে মমতাজ

শেয়ার বিজ ডেস্ক : হত্যা ও ভাঙচুরের দুই মামলায় ৬ দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ও কন্ঠশিল্পী মমতাজকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন আদালত। অাজ রোববার (১ জুন) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন।

এদিন সকালে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সাবেক এই এমপিকে আদালতে আনা হয়। তবে নতুন কোনো মামলায় তাকে গ্রেফতার দেখায়নি পুলিশ।

এর আগে, ২০১৩ সালে সিংগাইরের গোবিন্দলে চারজনকে গুলি করে হত্যা মামলায় ৪ দিন এবং হরিরামপুরে বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের মামলায় মমতাজকে ২ দিনের রিমান্ডে পাঠায় মানিকগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। হত্যাসহ একাধিক মামলা রয়েছে জনপ্রিয় এই কন্ঠশিল্পীর বিরুদ্ধে।

উল্লেখ্য, গত ১২ মে ধানমন্ডির এক বাসা থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে। তখন কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে তোলা হলে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।