সম্প্রতি দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে বিকাশ। বেশি ক্ষতিগ্রস্ত দুই হাজার ৫০০ পরিবারের কাছে এরই মধ্যেই পৌঁছে গেছে এই অনুদান। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগের অংশ হয়ে পরিবারপ্রতি দুই হাজার টাকা করে জরুরি সহায়তা দিয়েছে বিকাশ, যা দিয়ে চারজনের একটি পরিবারের দু’সপ্তাহের খাবারের ব্যবস্থা করা সম্ভব। ক্ষতিগ্রস্তরা অনুদানের এই অর্থ সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে গ্রহণ করেছেন। নিকটস্থ বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে কোনো চার্জ ছাড়াই অনুদানের এই অর্থ ক্যাশ আউট করতে পারছেন তারা। বিজ্ঞপ্তি

Print Date & Time : 12 September 2025 Friday 8:26 am
রিমালে ক্ষতিগ্রস্ত ২৫০০ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে বিকাশ
করপোরেট কর্নার ♦ প্রকাশ: