Print Date & Time : 13 September 2025 Saturday 11:26 pm

রিয়াজুল হকের ‘ক্লাস রুম’ প্রকাশিত হলো

পবিত্র কুরআন, হাদিস এবং গবেষণালব্ধ জ্ঞানের উপর ভর করে রিয়াজুল হকের নতুন গ্রন্থ ‘ক্লাস রুম’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। প্রচ্ছদ করেছেন মোঃ জহিরুল হক। পাঠকরা ‘ক্লাস রুম’ বইটি অন্বেষা প্রকাশনের পেজ অথবা রকমারি থেকেও পেতে পারেন।

‘ক্লাস রুম’ প্রসঙ্গে লেখক রিয়াজুল হক বলেন, ‘বইটির মূল উপজীব্য হচ্ছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জানতে চাওয়া বিভিন্ন বিষয়ের উপর একজন প্রিয় শিক্ষকের সহজ ভাষায় আলোচনা।মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মনের মধ্যে সাধারণত অনেক প্রশ্ন ঘুরপাক খায় এবং তারা উত্তর জানতে চায়। বইটিতে সেসব জানতে চাওয়া প্রশ্নের উপর পবিত্র কুরআন, হাদিস, বিজ্ঞান, গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে সাবলীল আলোচনা করা হয়েছে।’

লেখক আরো বলেন, ‘গল্পের আবহে বিভিন্ন বিষয়সমূহ আলোচনা ব্যাখ্যা করা হয়েছে এবং আলোচনার জন্য মাধ্যমিক পর্যায়কে বেছে নেওয়া হয়েছে, যেন সকল শ্রেণির পাঠকের বুঝতে এবং মনে রাখতে কোন বেগ পেতে না হয়।’

‘ক্লাস রুম’ বইটির প্রকাশক অন্বেষা প্রকাশনের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন বলেন, ‘ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। বইটি প্রত্যেক অভিভাবক এবং সন্তানদের পাঠ করা জরুরি।’

লেখক রিয়াজুল হকের জন্ম গোপালগঞ্জে। তিনি কেন্দ্রীয় ব্যাংকে যুগ্ম পরিচালক পদে কর্মরত আছেন এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালে নিয়মিত কলাম লিখে থাকেন।