রিয়াদে শুরু রিয়েল স্টেট ফিউচার ফোরাম

শেয়ার বিজ ডেস্ক: সৌদি আরবের অর্থনীতিতে তেলের পর সর্বোচ্চ অবদান রাখে আবাসন খাত। এ খাতের বিনিয়োগকারীদের নিয়ে গত বুধবার শুরু হয়েছে রিয়েল এস্টেট ফিউচার ফোরাম, যা শেষ হবে আজ। খবর: আরব নিউজ।

ফোরামের প্রথম দিন সৌদির মিউনিসিপ্যাল অ্যান্ড রুরাল অ্যাফেয়ার্স অ্যান্ড হাউজিংয়ের মন্ত্রী মজিদ

আল-হোগেইল আবাসন খাতের শীর্ষ কর্মকর্তা ও নির্বাহীদের নিয়ে বৈঠকে অংশ নেন। এদিন দেশটির আসির অঞ্চলের গভর্নর প্রধান বক্তা ছিলেন। তিনি হিউম্যান রিসোর্সেস অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের মন্ত্রী ও সৌদি ক্যাপিটাল মার্কেট অথরিটির প্রধান।

সৌদি আরবের উত্তরপশ্চিমাঞ্চলের তাবুক প্রদেশ প্রথমবার ঘরবাড়ি কেনা ও ধনিকশ্রেণির পছন্দের শীর্ষে রয়েছে বলে জানায় দ্য নাইট ফ্রাঙ্ক’স অ্যানুয়াল ২০২২ সৌদি রেসিডেনসিয়াল সার্ভে। ইউগভের সঙ্গে যৌথভাবে এ গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়।

গৃহায়নমন্ত্রী মজিদ আল-হোগেইল বলেন, সৌদি আরবের ১২০টির বেশি অর্থনৈতিক খাতের প্রবৃদ্ধির সঙ্গে জড়িত আবাসন খাত। এ খাতে ২০২১ সালে ৪০ হাজার কর্মসংস্থান হয়। গত বছর এ খাতে ভূমি ও জমিজমার রেকর্ড নিবন্ধন হয়। এক বছরের বেশি ধরে আমাদের আবাসন খাত চাঙা রয়েছে। চাহিদা বেশি রয়েছে এবং প্রয়োজনমতো সরবরাহ করা হচ্ছে।

মানবসম্পদমন্ত্রী আহমাদ সুলাইমান আল রাঝি জানান, সৌদি আরবের প্রায় ১৯ লাখ ৫০ হাজার যুবক-যুবতী আবাসন ও সংশ্লিষ্ট খাতে কর্মরত। গত বছর চার লাখ নতুন শ্রম যুক্ত হয় এ খাতের মাধ্যমে। আবাসন খাতের পাশাপাশি পর্যটন খাতে ২০৩০ সালের মধ্যে এক লাখ নতুন কর্মসংস্থানের আশা করছেন তিনি। চাহিদা থাকায় নতুন প্রকল্প হাতে নেয়া হচ্ছে বলে জানান তিনি।

সৌদি আরবের ক্যাপিটাল মার্কেট অথরিটির মোহাম্মদ বিন আবদুল্লাহ এলকুওয়েইজ বলেন, শেয়ারবাজারের তুলনায় আবাসন খাতের বিনিয়োগ নিরাপদ। এ খাতে বেশি

মুনাফা পাওয়া যাবে বলে আশাবাদী তিনি। আবাসনে বিনিয়োগ করলে পাঁচ শতাংশের বেশি মুনাফা নিশ্চিতের কথা জানান তিনি। বর্তমানে এ খাতের ব্যবসা ভালো।