রিয়াল ছাড়ার গুঞ্জন সত্য নয়: জিদান

ক্রীড়া ডেস্ক: রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা সন্তষজনক নয়। যে কারণে চলতি মৌসুমে দলটিকে ট্রফি শুন্য থাকার শঙ্কা জেগেছে। এর দায় নিজের কাঁধে তুলে নিয়ে নাকি গত সপ্তাহে খেলোয়াড়দের ড্রেসিংরুমে ডেকে জিনেদিন জিদান বলেছিলেন, এই মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন তিনি। স্প্যানিশ গণমাধ্যম তো বটেই, এছাড়াও বেশ কয়েকটি জনপ্রিয় গণমাধ্যম তা ফলাও করে ছেপেছে। কিন্তু এসব যে গুঞ্জন ছাড়া আর কিছুই নয়, অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে জয়ের পর তা জানিয়ে দিলেন রিয়াল কোচ।

কখনও শিষ্যদের সঙ্গে রিয়াল ছেড়ে যাওয়ার কথা বলেননি জিদান। তারপরও একাধিক গণমাধ্যম জানায়, শারীরিক ও মানসিক ক্লান্তির কারণেই সম্ভবত পদত্যাগ করতে যাচ্ছেন ফরাসি কোচ। কিন্তু অ্যাথলেটিককে হারানোর পর রিয়ালকে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জেতানো জিদান তা উড়িয়ে দিলেন।

লা লিগার শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখতে শেষ ম্যাচ রিয়ালকে জিততেই হবে রিয়ালকে। আবার দলটিকে চাইতে হবে অ্যাথলেটিকোর হার। এমন গুরুত্বপূর্ণ সময়ে বিদায় নেওয়ার কথা জানানো অযৌক্তিক মনে করেন জিদান,‘কীভাবে আমি বলতে পারি যে এখনই আমি চলে যাচ্ছি? শিরোপার জন্য আমরা সবকিছু দিচ্ছি এবং আমি কি না বলবো, ‘যাই হোক, আমি চলে যাচ্ছি?’ ক্লাবের বাইরের লোকজন যা খুশি বলুক, কিন্তু আমি কখনও আমার খেলোয়াড়দের এমন কথা বলবো না, কখনও না।’