Print Date & Time : 30 August 2025 Saturday 11:27 am

রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি বাজারে

ফটোগ্রাফি ও প্রযুক্তিপ্রেমী স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের জীবনে নতুন মাত্রা যোগ করতে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি তিনটি নতুন ডিভাইস-রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি, ৯ প্রো ৫জি এবং প্যাড মিনি উম্মোচন করেছে। নতুন এ ডিভাইসগুলো গত মঙ্গলবার উম্মোচন করা হয়। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রমসহ রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি লাইট শিফট ডিজাইনের সানরাইজ ব্লু এবং অরোরা গ্রিন এ দুটি রঙে পাওয়া যাবে। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য)। এছাড়া রিয়েলমি ৯ প্রো-এর দাম ৩১ হাজার ৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য)। পাশাপাশি গতকাল দারাজের ফ্ল্যাশ সেল থেকে ৯ প্রো ৫জি সিরিজের এ দুটি ফোনই বিশেষ মূল্যে ক্রয় করা যাচ্ছে।

এই প্রথম মিডরেঞ্জে সনি আইএমএক্স৭৬৬ ওআইএস ফ্ল্যাগশিপ ক্যামেরাসহ এলো রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি। বাজারে থাকা একই দামের অন্য ফোনগুলোর তুলনায় এই ফোনটি স্বল্প আলোতেও অনেক ভালো ছবি তুলতে সক্ষম। বিজ্ঞপ্তি