রিয়েল-টাইম ক্যাশ ডিপোজিট মেশিন চালু করল ব্র্যাক ব্যাংক

সপ্তাহের যেকোনো দিন, যেকোনো সময় টাকা জমা দেয়ার সুবিধা এনে দিতে রিয়েল-টাইম ক্যাশ ডিপোজিট মেশিন (আরসিডিএম) নিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক। এ মেশিনের মাধ্যমে টাকা জমা দিলে তা তাৎক্ষণিকভাবে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। স্মার্ট মেশিনটি ব্যবহার করে গ্রাহকরা মিনিটের মধ্যে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে নগদ জমা করতে এবং ক্রেডিট কার্ড বিল পরিশোধ করতে পারবেন। এখন গ্রাহকরা ব্যাংকে গিয়ে লাইনে না দাঁড়িয়ে ঝামেলামুক্তভাবে ব্যাংকে টাকা জমা দেয়ার সুবিধা উপভোগ করবেন। বিজ্ঞপ্তি