রিলায়েন্স জিওর নতুন চেয়ারম্যান আকাশ

শেয়ার বিজ ডেস্ক: ভারতের রিলায়েন্স জিওর নতুন চেয়ারম্যান হলেন মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি। গত বছর মুকেশ আম্বানি জানান, রিলায়েন্স ইন্ডাস্ট্রির নেতৃত্বে পরিবর্তন আসছে ধীরে ধীরে। পরের প্রজš§ আরও দায়িত্ব নেবে। খবর: হিন্দুস্তান টাইমস।

বাবা ধীরুভাই আম্বানির জš§দিনে রিলায়েন্সের শীর্ষপদে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন মুকেশ। সেই ইঙ্গিত সত্যি করে আকাশকে চেয়ারম্যান করা হলো।

গত সোমবার প্রতিষ্ঠানটির বোর্ড মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। পরদিন আকাশের নিয়োগে অনুমোদন দেয় রিলায়েন্স জিও বোর্ড। এদিন রিলায়েন্স জিওর অতিরিক্ত ডিরেক্টরের পদে বসেন রামীন্দর সিং গুজরাল ও কে ভি চৌধুরী।

রিলায়েন্স জিও থেকে চেয়ারম্যানের পদ ছাড়লেও জিও প্ল্যাটফর্ম লিমিটেডের চেয়ারম্যান পদে থাকছেন মুকেশ আম্বানি।

মুকেশ ও নীতা আম্বানির তিন সন্তানের মধ্যে আকাশ বড়। তার যমজ বোনের নাম ইশা আম্বানি। ঈশা খুচরা ব্যবসার দায়িত্ব পেতে পারেন বলে মনে করা হচ্ছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে তাকে রিলায়েন্স রিটেলের চেয়ারপার্সন করার ঘোষণা আসতে পারে। তাদের ছোট ভাই অনন্ত আম্বানি রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স ও জিও প্ল্যাটফর্মের ডিরেক্টর।

রিলায়েন্স জিও ও রিলায়েন্স রিটেল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সাবসিডিয়ারি কোম্পানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাজারমূল্য ২১৭ বিলিয়ন

ডলারের বেশি। ৩০ বছর বয়সী আকাশ আম্বানি অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে। ২০২০ সালে বিয়ে করেন শ্লোকা মেহতাকে।

রিলায়েন্স গ্রুপের ডিজিটাল বিভাগের সঙ্গে যুক্ত আকাশ। জিও ইনফোকমের প্রধান কৌশলী হিসেবে কাজ করেছেন তিনি। নেটওয়ার্ক কাঠামো তৈরি করার পাশাপাশি জিও চ্যাট, জিও টিভি ও জিও সিনেমার মতো অ্যাপের পেছনে অন্যতম কারিগর তিনি।