Print Date & Time : 30 August 2025 Saturday 4:46 am

রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৩-এর ৩য় দিনে ক্রেতাদের সমাগম

২৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারের ৩য় দিন। ফেয়ারের ৩য় দিন শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় ক্রেতা দর্শনার্থীদের পদভারে ফেয়ার প্রাঙ্গন ছিল মুখরিত। বিশেষ করে বিকেল ৫:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত ফেয়ারে ক্রেতা দর্শনার্থীর প্রচুর ভীড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্টলে ক্রেতারা তাদের পছন্দের ফ্ল্যাট ও প্লট বেছে নেওয়ার জন্য খোঁজ-খবর নিচ্ছেন, অনেকে বুকিং দিচ্ছেন।

ফেয়ার উপলক্ষ্যে বিভিন্ন কোম্পানী বিশেষ ছাড় ও সুযোগ সুবিধা দিচ্ছে। প্রতিদিনই এন্ট্রি টিকেটের উপর র্যাফল ড্র এ হোটেল ডিমোর এর সৌজন্যে থাকছে বান্দরবান ও সাঁজেক ভ্রমণের আকর্ষনীয় পুরষ্কার।

ফেয়ার প্রাঙ্গনে রিহ্যাব মিডিয়া সেন্টারে লাইভ টকশো এ অংশগ্রহণ করেন ফেয়ারে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

ফেয়ার পরিদর্শনে এসেছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এসময় তারা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। আগামীকাল ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ রবিবার সমাপ্ত হতে যাচ্ছে ৪ দিনব্যাপী আয়েজিত “রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৩”। – বিজ্ঞপ্তি