Print Date & Time : 11 September 2025 Thursday 8:28 pm

রুনা খান এখন ১০৫ থেকে ৬৮ তে

শোবিজ ডেস্ক: অভিনেত্রী রুনা খান দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত। তার এই অনিয়মিত হওয়ার কারণ শরীরের ওজন বেড়ে যাওয়া। তার ওজন এক পর্যায়ে ১০৫ কেজিতে গিয়ে ঠেকে। তবে অভিনয়ে ফেরার জন্য তিনি ওজন কমানোর জন্য নিয়মিত কঠোর অনুশীলন করে যান। ওজন কমাতে কমাতে এখন তিনি ৬৮ কেজিতে এসেছেন।

রুনা খান জানিয়েছেন, ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে চলতে-ফিরতে সমস্যা হতো। ফলে অভিনয় থেকে বিরতি নিয়ে ওজন কমানোর দিকে মনোযোগ দেই। কঠোর পরিশ্রম করে ৩৭ কেজি ওজন কমিয়েছি। এখন নিয়মিত অভিনয় শুরু করব।

উল্লেখ্য, রুনা খান একসময় নিয়মিত নাটকে অভিনয় করতেন। একক ও ধারাবাহিক নাটকে তার উপস্থিতি ছিল ব্যাপক। মোহাম্মাদ মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’ এবং ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’-এ অভিনয় করে বেশ দর্শকপ্রিয়তা পান। এছাড়া আরও অনেক নাটকে অভিনয় করেন। বর্তমানে অমিতাভ রেজার নির্মাণে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে চলছে তার নতুন সিরিজ ‘বোধ’।