শেয়ার বিজ ডেস্ক: রুশ এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য মস্কোর সঙ্গে ভারতের যে চুক্তি হয়েছে, সেটার মূল্য ডলারে নয়, রুবল দিয়ে পরিশোধ করবে নয়াদিল্লি। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ এই তথ্য জানিয়েছেন। খবর: রাশিয়া টুডে।
প্রতিবেদনমতে, আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের বিকল্প খুঁজছে রাশিয়া। ফলে রাশিয়ার অর্থনীতিতে ডলারের ভূমিকা খর্ব করতে আন্তর্জাতিক বিভিন্ন চুক্তির অর্থ পরিশোধে রুবলকে বেছে নিচ্ছে মস্কো।
অক্টোবরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছিলেন, রাশিয়ার অর্থনীতির নিরাপত্তা ও সুরক্ষার জন্য বড় পদক্ষেপ হচ্ছে ডলারের ভূমিকা কমিয়ে আনা।
রাশিয়ার সঙ্গে ভারত সামরিক সহযোগিতা বৃদ্ধি করছে। অক্টোবরের শুরুতে পাঁচ দশমিক চার বিলিয়ন ডলারে রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি করে ভারত। পুতিনের নয়াদিল্লি সফরে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া ভারত রাশিয়ার কাছ থেকে টি-১৪ আর্মতা ট্যাংক ও গাইডেড মিসাইল ফ্রিগেট ক্রয় এবং সাবমেরিন ও ভবিষ্যৎ প্রজšে§র যুদ্ধবিমান নির্মাণে আলোচনা করছে। রাশিয়ার কাছ থেকে অস্ত্র ক্রয়ে মার্কিন নিষেধাজ্ঞার হুমকির মুখেই ডলারের পরিবর্তে রুবলে বাণিজ্য করার এ ঘোষণা এলো।
উল্লেখ্য, ইউরোপীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক লেনদেনের জন্য ডলারভিত্তিক সুইফট ব্যবস্থার পরিবর্তে ইউরোভিত্তিক পৃথক লেনদেনের ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে। সম্প্রতি রাশিয়ার অর্থমন্ত্রী অ্যান্তোন সিলুয়ানোভ বলেছেন, ইউরোপীয় কোম্পানিগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক লেনদেন থেকে ডলার বাদ দেওয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখছে।
রুশ অর্থমন্ত্রী আরও বলেন, ‘অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট অর্থনৈতিক চাপের কারণে বৈদেশিক মুদ্রার দামে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। কিন্তু এ পরিস্থিতি থেকে উত্তরণের পথ রাশিয়ার সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের ভালোভাবে জানা আছে। এর আগে এক বক্তৃতায় রুশ অর্থমন্ত্রী বলেছিলেন, আন্তর্জাতিক লেনদেনে মার্কিন ডলার এখন আর নিভর্রযোগ্য কোনো মুদ্রা নয়।
