প্রতিনিধি, রাবি: রাজশাহী ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অব ল ফাইন্ডার্সের (রুয়ালফ) ২০২২-২৩ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আইন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মো. সাব্বির হোসেনকে সভাপতি ও ২০১৬-১৭ সেশনের সানিয়াত বিন আজিজ মঞ্জিলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল আইন বিভাগের রুয়ালফ চত্বরে এক বিশেষ আলোচনা সভায় আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়। ১৯ সদস্যবিশিষ্ট এই কমিটির অন্য সদস্যরা হলেনÑসিনিয়র সহসভাপতি ইকবাল মাহমুদ শোভন, সহসভাপতি তাহসিন রাহী, আশিক জাহান চৌধুরী আদর, তানভীর আহমেদ, রাশেদ জামান খান ও শফিকুল ইহসান সিফাত এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাধন মুখার্জী, মাসুদ রানা, তাজরীন আহমেদ খান মেধা, অদিতি অনিন্দিতা অপরাজিতা ও নাঈম জাহিন।
সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ হোসেন, ওয়ালিদ তুহিন, খালিদ সাইফুল্লাহ সজীব, মো. ইশতিয়াক আহমেদ, মো. আল আমিন হোসেন ও মো. কায়েস মাহমুদ। উপদেষ্টামণ্ডলীর মধ্যে আছেন সুলতান মাহমুদ শফিউল্লাহ, কেএএম সাকিব, সাইফুল ইসলাম বিজয়, মো. মঈন উদ্দীন, আবিদ আহসান লাবন, আবুল বাশার আহম্মেদ, মো. আহসান উল্লাহ ও রঈসুল ইসলাম ওমর। এসময় রুয়ালফের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক কেএএম সাকিবের সঞ্চালনায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদ শাফিউল্লাহ।