ইউক্রেন যুদ্ধ

রুশ নেতাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল চায় জার্মানি

শেয়ার বিজ ডেস্ক: ইউক্রেনে যুদ্ধের ঘটনায় রুশ নেতাদের বিচারের জন্য একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছে জার্মানি। দ্য হেগ একাডেমি অব ইন্টারন্যাশনাল ল-তে দেয়া এক ভাষণে এ আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। খবর: আল জাজিরা।

আনালেনা বেয়ারবক বলেন, এ আদালতের কার্যক্রম বিদেশ থেকে হওয়া উচিত। তবে তাদের রুশ নেতাদের বিষয়ে তদন্ত ও বিচারের সক্ষমতা থাকতে হবে। অংশীদারদের নিয়ে এমন একটি ট্রাইব্যুনাল গঠনের সম্ভাবনা নিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে বলে জানান বেয়ারবক।

রুশ ক্ষেপণাস্ত্র হামলা থেকে আত্মরক্ষায় প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার শিখতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে একদল ইউক্রেনীয় সেনা। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় গত রোববার সন্ধ্যায় ওকলাহোমা রাজ্যের ফোর্ট সিলে ইউএস আর্মি এয়ার ডিফেন্স আর্টিলারি স্কুলে পৌঁছায় তারা। সেখানকার কর্নেল কার্টিস কিং টুইটারে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছরের শেষের দিকে রুশ বিমান হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন। ওকলাহোমায় বর্তমানে কতজন ইউক্রেনীয় সেনা রয়েছে সেটি স্পষ্ট নয়। তবে এ মাসের গোড়ার দিকে পেন্টাগন জানিয়েছে, কিয়েভ থেকে এ প্রশিক্ষণের জন্য ৯০ থেকে ১০০ জন যুক্তরাষ্ট্রে আসার কথা রয়েছে। প্যাট্রিয়ট সিস্টেম কীভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করতে হয় সেটি শিখতে কয়েক মাসের একটি প্রশিক্ষণ কোর্স জরুরি।

জার্মান পররাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা সম্পর্কে কোনো মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ। এর আগে গত বছরের নভেম্বরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন রাশিয়ার নেতাদের উদ্দেশে একটি ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব তুলে ধরে বলেন, কথিত ওই যুদ্ধাপরাধ সংঘটিত করার নির্দেশ দেয়ার ওই ট্রাইব্যুনালে রুশ নেতাদের বিচার করা হবে। প্রস্তাবটির খবর প্রকাশিত হওয়ার পর তার জবাব দেন রুশ প্রেসিডেন্টের আবাসিক কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, তারা কোনো একটি ট্রাইব্যুনাল গঠনের যে কথা বলছে তার কোনো আইনি অধিকার তাদের নেই। আমরা সেরকম কোনো কিছু মেনে নেব না; বরং তা প্রত্যাখ্যান করব। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিলেও জাতিসংঘে নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত ওলোফ স্কুগ বলেছেন, এ ধরনের একটি জবাবদিহিমূলক ব্যবস্থা গঠন করা আইনগতভাবে অত্যন্ত জটিল।

আরও আগে সেপ্টেম্বরেও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিচার করার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন। তখন চেক রিপাবলিক এ আহ্বান জানায়। চেক রিপাবলিক বর্তমানে ইইউ’র প্রেসিডেন্ট পদে রয়েছে। খারকিভে রাশিয়ার দখল থেকে ইউক্রেনের সেনাদের মুক্ত করা ইজিয়ুম শহরে শত কবর খুঁজে পাওয়ার পর এ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের ডাক আসে। ইজিয়ুমের গণকবরে অনেক সাধারণ মানুষ, নারী ও শিশুর মৃতদেহ পাওয়া গেছে। চেক পররাষ্ট্রমন্ত্রী জেন লিপাভস্কি বলেছিলেন, আমাদের অবস্থান সব যুদ্ধপরাধীর সাজা পাওয়ার পক্ষে। একবিংশ শতাব্দীতে সাধারণ মানুষের ওপর এমন হামলা অচিন্তনীয়, জঘন্য। আমরা এ ঘটনাকে উপেক্ষা করতে পারি না। আমরা সব যুদ্ধাপরাধীর সাজা চাই। আমি দ্রুতই একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানাচ্ছি, যার মাধ্যমে আগ্রাসনের অপরাধের বিচার করা হবে। সে সময়ও ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছিলেন, ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের যুদ্ধাপরাধের বিচার চান।

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত দনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এ অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে না নেয়া পর্যন্ত সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এ অঙ্গীকার করতে হবে যে, দেশটি কখনও মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগ দেবে না।