রুশ মায়েদের যুদ্ধবিরোধী পিটিশন

শেয়ার বিজ ডেস্ক : ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের বিরুদ্ধে নতুন একটি অনলাইন পিটিশনে অংশ নিয়েছেন একদল রুশ সেনার মায়েরা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে রুশ বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। রাশিয়ার একটি নারীবাদী যুদ্ধবিরোধী প্রতিরোধ গোষ্ঠী এ পিটিশনের উদ্যোগ নিয়েছে। খবর: সিএনএন।

রুশ পার্লামেন্টের এ-সংক্রান্ত প্রাসঙ্গিক কমিটির সদস্যদের উদ্দেশে ‘ঈযধহমব.ড়ৎম’-এ এই পিটিশন দায়ের করা হয়েছে। এরই মধ্যে এতে কয়েক হাজার স্বাক্ষর পড়েছে।

পিটিশনে বলা হয়েছে, ৯ মাস ধরে কথিত বিশেষ সামরিক অভিযান চলছে। এটি ধ্বংস, শোক, রক্ত ও কান্না নিয়ে এসেছে। ইউক্রেন ও রাশিয়ায় যা কিছু ঘটে, তা আমাদের হƒদয়কে উদ্বিগ্ন করে। জাতীয়তা, ধর্ম বা সামাজিক অবস্থান যা-ই হোক না কেন, আমাদের রাশিয়ার মায়েদের একটি আকাক্সক্ষা রয়েছে। সেটি হচ্ছে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস এবং আমাদের সন্তানদের শান্তিপূর্ণভাবে বড় করে তোলা।

এতে আরও বলা হয়েছে, অনেক এলাকায় সামরিক সমাবেশের জন্য জড়ো করা পুরুষদের পেছনে ব্যয় করা অর্থও তাদের পরিবারের সদস্যদের জোগান দিতে হয়েছে। তাদের নিজস্ব খরচে সবকিছু, এমনকি বুলেটপ্রুফ ভেস্টও কিনতে হয়েছে। যে পরিবারগুলো তাদের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে, তাদের কে এসবের জোগান দেবে?

এদিকে রাশিয়ার অব্যাহত গোলা হামলা থেকে বাঁচতে কয়েকশ ইউক্রেনীয় খেরসন শহর ছেড়ে গেছেন। রাশিয়া সেনা প্রত্যাহার করে নিলে দুই সপ্তাহ আগে শহরটি আবার দখলে নেয় ইউক্রেনীয় বাহিনী। খেরসন বিজয়ের উদ্যাপনে মাতে ইউক্রেন। রাশিয়ার দখল থেকে খেরসন মুক্ত করা চলমান যুদ্ধে কিয়েভের বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। রুশ বাহিনী নিপ্রো নদীর পূর্ব পাড়ে সরে গেলে শহরটি আবার নিয়ন্ত্রণে নেয় ইউক্রেন।

তবে রুশ বাহিনী শহরটি ছেড়ে যাওয়ার আগে বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দিয়ে যায়। এর পর থেকে পানি ও বিদ্যুতের অভাবে বাসিন্দাদের সেখানে বসবাস করা কঠিন হয়ে উঠেছে। বিদ্যুৎ না থাকায় তীব্র শীতের মধ্যে তারা ঘর গরম করতে পারছেন না।