Print Date & Time : 11 September 2025 Thursday 8:25 pm

রূপগঞ্জে টেক্সটাইল মিলে আগুন

প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া-ভুলতা সড়কের পাশে অবস্থিত ভায়েলা এলাকার ডিএকে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ মিলে পলেস্টার, টিস্যু ও নাইলন জাতীয় সুতা তৈরি হয়। এ জাতীয় পদার্থে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। মিলে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি মিল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস ।

খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের চার ইউনিটের কর্মীরা একঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে আটটার সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ইউনিট । অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মিল মালিক কিংকর বাবু বলেন, তার মালিকানাধীন এ টেক্সটাইল মিলে পলেস্টার, টিস্যু ও নাইলন সূতা তৈরি ও সাইজিং করা হয়।

মিলের ব্যবস্থাপক তরু বাবু বলেন, টেক্সটে মিলের কাঁচামাল, উৎপাদিত সুতা, সাইজিং করা সুতা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মেশিনের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি ।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।