Print Date & Time : 7 August 2025 Thursday 3:27 am

রূপগঞ্জে নৌকাডুবি একজনের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীতে যাত্রীবোঝাই নৌকায় বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ দুই নারীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছেন নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এখনও নিখোঁজ রয়েছেন আরও এক নারী।

শীতলক্ষ্যার তারাব ঘাটে গতকাল বেলা সাড়ে ১২টায় ভাসমান অবস্থায় ফাতেমা আক্তার সৃষ্টির (চিটতি) মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনও নিখোঁজ রয়েছেন জাবেদা বেগম।

ইছাপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মন্টু কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল থেকে

নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। বেলা সাড়ে ১২টায় সৃষ্টির (চিটতি) মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ জাবেদা বেগমকে খুঁজতে উদ্ধারকাজ চলমান রয়েছে।

তিনি জানান, নৌকাটিকে ধাক্কা দেয়া বাল্কহেড আটক করা হয়েছে। তবে চালকসহ অন্যরা পালিয়ে গেছেন। এ ঘটনায় পুলিশ আইন অনুযায়ী কার্যক্রম চলমান রেখেছে।

ঢাকা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ প্রিন্স জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা পুরো নদীতে তল্লাশি চালাচ্ছেন।