দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি ও রেস অনলাইন লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে । বুধবার (১২ এপ্রিল) রূপায়ণ সিটি উত্তরার কর্পোরেট কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রূপায়ণ সিটির চাহিদা মোতাবেক রেস অনলাইন লিমিটেড এর পক্ষ থেকে ইন্টারনেট সুবিধা সহ সম্পৃক্ত সকল সেবা গ্রহণ করতে পারবে।
রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান ও রেস অনলাইন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এসময় রূপায়ণ সিটি উত্তরার পক্ষে এইচ এম ফরিদুর রহমান- সিনিয়ার জিএম এইচ আর ও অ্যাডমিনিস্ট্রেশন, জায়দুর রশীদ- জিএম কাস্টমার সার্ভিস ডিভিশন, মোঃ মোর্শেদ আলম -জিএম ও হেড অফ ফাইন্যান্স, কাজী সারজীল হাসান- ডিজিএম মার্কেটিং, মোঃ মাহমুদুন নবী- এজিএম আইটি ডিপার্টমেন্ট এবং রেস অনলাইন লিমিটেড-এর পক্ষে মোহাম্মদ হুমায়ন কবির মোল্লা-সিওও, মোহাম্মদ মাহাবুব উল্লাহ সুজন-সিএমও, আতিক উদ্দিন আহমেদ-ডিজিএম বিজনেস ডেভেলপমেন্ট, এস.এম. মুজাহিদুল হাসান-ডিজিএম, টেকনোলজি, নাজমুল হুদা-উপ-ব্যবস্থাপক, বিজনেস ডেভেলপমেন্ট, মোঃ মেহেদী হাসান-সহকারী ম্যানেজার-এন্টারপ্রাইজ নেটওয়ার্ক এন্ড সলিউশন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি