Print Date & Time : 11 September 2025 Thursday 12:40 am

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রকল্প হস্তান্তর

রাজধানীর প্রাণকেন্দ্র নয়াপল্টনে অবস্থিত রূপায়ণ এফপিএবি টাওয়ার প্রকল্প গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। গত রোববার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রূপায়ণ এফপিএবি টাওয়ার  কমার্শিয়াল প্রকল্প ওনার্স অ্যাসোসিয়েশনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মেহের আফরোজ চুমকির কাছে প্রকল্পের সব নথি ডকুমেন্টস হস্তান্তর করেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা পি জে উল্লাহ ও রূপায়ণ হাউজিং এস্টেটের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আলীনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক সাইফুল ইসলাম, ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, সেক্রেটারি মোহাম্মদ আবু নোমান প্রমুখ। বিজ্ঞপ্তি