Print Date & Time : 11 September 2025 Thursday 7:21 am

রূপালী ইনভেস্টমেন্টের নতুন সিইও মনিরুল হক

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব ব্যাংক রূপালী ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি ও মার্চেন্ট ব্যাংক রূপালী ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মনিরুল হক।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে চলতি বছর তাকে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দিয়ে রূপালী ব্যাংকে পদায়ন করা হয়।

এর আগে মনিরুল হক ১৯৯৮ সালে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে রূপালী ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৯ সাল থেকে তিনি ব্যাংকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।DSE stock quotes

মনিরুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।