Print Date & Time : 10 July 2025 Thursday 9:16 pm

রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন তানভীর হাসনাইন মইন

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন। পদোন্নতি পেয়ে তিনি একই ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। এর আগে তিনি রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের শিল্প ঋণ বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তানভীর হাসনাইন মইন ১৯৯৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি (বিআরসি) এর মাধ্যমে প্রবেশনারি সিনিয়র অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে রূপালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন।

২৫ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন সময়ে শাখা ব্যবস্থাপক, জোনাল ম্যানেজার এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন পর্যায়ে ব্যাংক কর্তৃক শ্রেণিকৃত ঋণ আদায়, ডিপোজিট কালেকশন ও লোকসানি শাখাকে লাভজনক করায় একাধিকবার পুরস্কৃত, প্রশংসিত ও অভিনন্দিত হয়েছেন। তিনি ২০২১ সালে রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগের সেরা জোনাল ম্যানেজার হিসেবে পুরস্কৃত ও অভিনন্দিত হন। এছাড়া তিনি করোনাকালে ব্যাংকিং সেবায় বিশেষ অবদানের জন্য রোটারি ইন্টারন্যাশনাল কর্তৃক ‘কভিড হিরো অ্যাওয়ার্ড’ লাভ করেন। বিজ্ঞপ্তি