রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংকে প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর ৫০ বছর পূর্তি উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত ১ ফেব্রুয়ারি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠান উদযাপন শেষে ২০২৪ সালের বার্ষিক কর্মপরিকল্পনা কর্মসূচি উদ্বোধন করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সব কর্মকর্তা ও নির্বাহীদের সামনে কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান ও হাসান তানভীর। অন্যদের মধ্যে মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি