রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির উদ্যোগে গত বৃহস্পতিবার ‘গ্রিন ব্যাংকিং অ্যান্ড সাস্টেইনেবল ফাইন্যান্স’ শীর্ষক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকে ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত কর্মশালা উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর। সহ-আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আহমেদ জোবায়ের মাহমুদ ও মো. আবু রায়হান। রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ সাফায়েত হোসেন সভাপতি হিসেবে তার বক্তব্য উপস্থাপন করেন। এতে ব্যাংকের মহাব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের নির্বাহী, শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
