রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের বৈদেশিক বাণিজ্য সংশ্লিষ্ট শাখাগুলোর ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিলকুশার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বৈদেশিক বাণিজ্য ঋণ ও আন্তর্জাতিক বিভাগের আয়োজনে সারাদেশের ২৯টি আমদানি-রপ্তানি শাখা (এডি শাখা) ব্যবসায়িক সম্মেলনে অংশ নেন। সভা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑডিএমডি মো. শওকত আলী খান, তাহমিনা আখতার ও হাসান তানভীর। মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে ব্যাংকের জিএম মো. হারুনুর রশিদ, ইকবাল হোসেন খাঁ, শিকদার ফারক-এ আজম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 11 October 2025 Saturday 9:35 pm
রূপালী ব্যাংকে বৈদেশিক বাণিজ্য কার্যক্রমবিষয়ক সভা অনুষ্ঠিত
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: