রূপালী লাইফের রেকর্ড ডেট আজ

নিজস্ব প্রতিবেদক: রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রেকর্ড ডেট আজ। সেদিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, রেকর্ড ডেটের পরের দিন থেকে পুঁজিবাজারে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন, ১৬০/এ কাকরাইল, ঢাকায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাববছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল, যা আগের বছর ছিল ১০ শতাংশ বোনাস।
গতকাল কোম্পানিটির ৩৬ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দিনজুড়ে ৯০ হাজার ৫৬০টি শেয়ার ১০৪ বার হাতবদল হয়। শেয়ারদর এক শতাংশ বা ৪০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৩৯ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়। সমাপনী দর ছিল ৩৯ টাকা ৯০ পয়সা। দিনজুড়ে শেয়ারদর ৩৯ টাকা ৮০ পয়সা থেকে ৪০ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ২৮ টাকা ১০ পয়সা থেকে ৪৮ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে।
১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২৭ কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিটির দুই কোটি ৭৭ লাখ ৩৯ হাজার ১৮১টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৩১ দশমিক ৬৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৯ দশমিক ৪৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৩৮ দশমিক ৮৭ শতাংশ শেয়ার।