নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে রেকর্ড অবস্থানে পৌঁছেছে ডিএসইএক্স ও বাজার মূলধন। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ দশমিক ৩১ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৭ শতাংশ বেড়ে ছয় হাজার ৪৮১ দশমিক ৫৬ পয়েন্টে পৌঁছায়, যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ। আর ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১১ দশমিক ১০ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৯ শতাংশ বেড়ে এক হাজার ৪১২ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ১৬ দশমিক ২২ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ বেড়ে দুই হাজার ৩৪৪ দশমিক ১০ পয়েন্টে স্থির হয়, যা কিনা ডিএসইতে নতুর রেকর্ড অবস্থান।
এদিকে তিন হাজার ৪৬৬ কোটি টাকা বেড়ে গতকাল বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৭ হাজার ৮৭০ কোটি টাকায়, যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ। ডিএসইতে এদিন মোট ৩৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ২৩২টির এবং কমেছে ১১৮টির। বাকি ২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ২ হাজার ১৮৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৫২১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসইতে এদিন ৭৬ কোটি ৪৫ লাখ ৩ হাজার ১৭৯টি শেয়ার ৩ লাখ ৩৫ হাজার ২৯ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৫৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৭০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা সাইফ পাওয়ারটেক লিমিটেডের ৫৮ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৩০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ৫৪ কোটি ২৫ লাখ, জিপিএইচ ইস্পাতের ৫০ কোটি ৩০ লাখ, ফু ওয়াং সিরামিকের ৩৯ কোটি ৯৩ লাখ, এসএস স্টিলের ৩৭ কোটি ৫৯ লাখ টাকা, সিলকো ফার্মার ৩৫ কোটি ৪৬ লাখ, আলিফ মেনুফ্যাকচারিংয়ের ২৭ কোটি ১৪ লাখ, পিপলস ইন্স্যুরেন্সের ২৬ কোটি ৯৫ লাখ ও ফার কেমিক্যালের ২৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
এদিকে ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল এসআলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। মেট্রো স্পিনিংয়ের ৯ দশমিক ৯৪ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৯ দশমিক ৯৩ শতাংশ, তাওফিকা ফুডের ৯ দশমিক ৯৩ শতাংশ ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৯ দশমিক ৯৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১২৭ দশমিক ৮৯ পয়েন্ট বা ১ দশমিক ১৪ শতাংশ বেড়ে ১১ হাজার ৩১৮ দশমিক ১৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২২৩ দশমিক ৩৪ পয়েন্ট বা ১ দশমিক ১৯ শতাংশ বেড়ে ১৮ হাজার ৮৫৮ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ৩২৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ২৩১টির, কমেছে ৬৯টির এবং ২৩টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।